পঞ্চগড়ে ট্রাকের ধাক্কা, শিশুর মৃত্যু
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক (অটো) আরোহী আব্দুর রউফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভীমপুকুর এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়,
নিহত শিশু আব্দুর রউফ তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের আইনুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুন) পড়ে গিয়ে হাত ভেঙ্গে ফেলে ওই শিশুর বড় বোন আফরোজা।
শিশুসহ তার মা বাবা আফরোজাকে নিয়ে দুপুরে বোদা দুলাল কবিরাজের কাছে যাচ্ছিলো ইজিবাইক (আটো) করে। একসময় ভীমপুকুর এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক স্বজোড়ে ইজিবাইকটিকে ধাক্কা লাগলে ইজিবাইকটি রাস্তার পাশের খালে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা শিল্পি বেগম আহত না হলেও বড় বোন আফরোজা ও বাবা আইনুল আহত হন।
এদিকে ঘটনার পর পরই চালক ট্রাক রেখে পালিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy