পঞ্চগড়ে বিধিনিষেধ না মানায় আটোয়ারীতে জরিমানা
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে আটোয়ারীতে জরিমানা সহ গাড়ি আটক করেছে পুলিশ। বিনা প্রয়োজনে গাড়ি রাস্তায় বের করার অভিযোগে আটক করা হয়। চলামন লকডাউন ২য় দিন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরলস কাজ করছে। লকডাউন ২য় দিন যানবাহন চলাচল নিষেধাকা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজারে টহল ব্যবস্থা জোরদার করেছে।
সেই সাথে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনায় মাঠে কাজ করছে।
লকডাউন অমান্যকারী ব্যক্তিগণকে ভ্রাম্যমান আদালত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান । সহযোগিতা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন সহ পুলিশ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করেন।
অপরদিকে রাস্তায় পাওয়া ইজিবাইক রাস্তায় চলাচল করা সহ অহেতুক ঘোরাফেরায় সংক্রমন রোগ ছড়ানোর অপরাধে চালক সহ ৯টি মোটর সাইকেল ও ইজিবাইক গাড়িকে ৫০০টাকা করে জরিমানা করেন এবং ২টি মাইক্রবাস থানায় আটক করা হয়।
এই সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান বলেন, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy