পঞ্চগড়ে মোটর সাইকেলের দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
| ২৭ মে ২০২১ | ৮:০২ পূর্বাহ্ণ
রেখা মনিঃ
পঞ্চগড়ে মোটর সাইকেলের দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
FacebookTwitterShare
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৩০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর মোটর সাইকেলের ৩ আরোহী।
Surjodoy.com
বুধবার (২৬ মে) রাত ১১ টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আনিছুর রহমান একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে এবং তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম ও হাওয়াজোত কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।
The Daily surjodoy
আহতরা, তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার শিপাইপাড়া বাজার থেকে একা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় গোয়ালগছ এলাকায় পৌঁছালে অপরদিক তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ৩ আরোহী নিয়ে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হয়।
The Daily surjodoy
তাৎক্ষনিক স্থানীয়রা আহত তিন মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওশাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy