নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
দেশে চলমান (কোভিড-১৯) করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সোনালী ব্যাংক, পঞ্চগড় জেলা প্রশাসকের করোনা তহবিলে ১ লক্ষ ৭৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের হাতে এই চেক তুলে দেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু হেনা গোলাম সাইয়েদে সাকলায়েন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিম, প্রিন্সিপাল অফিসার মামুনুর রশীদসহ অনেকে ।
সোনালী ব্যাংক করোনা ভাইরাস মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ চিকিৎসা ব্যয় নির্বাহ এবং কর্মহীন মানুষের জীবিকা নির্বাহের জন্য এই অর্থ বরাদ্দ দেয়। প্রত্যেককে দুই হাজার টাকার এই সহায়তা করা হবে।
জেলার বস্তিবাসী,ছিন্নমূল করোনাভাইরাস সংক্রমণের কারণে সাময়িক বেকার হয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জিবন জীবীকা নির্বাহের জন্য সোনালী ব্যাংক এই অর্থ সহায়তা করেছে।
ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু হেনা গোলাম সাইয়েদে সাকলায়েন বলেন, দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সোনালী ব্যাংক এই অর্থ সহায়তা প্রদান করে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, সোনালী ব্যাংকের দেওয়া অর্থ দিয়ে প্রেেত্যককে দুই হাজার টাকা বিতরণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় করোনা তহবিল থেকে স্বচ্ছতার সাথে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy