পঞ্চম শ্রেনীর ছাত্রীকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
Facebook Twitter share
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের পঞ্চম শ্রেনীর ছাত্রী শাবনুর আক্তার নামে (১২) বছরের এক কিশোরীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে নিহতের সৎ মা খালেদা আক্তার পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে আদর্শ গ্রামের একটি ডোবা থেকে নিহত কিশোরীর লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত শাবনুর আক্তার ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতো।
Surjodoy.com
নিহতের বাবা আবুল কাশেম জানান,গত সোমবার সকালে তিনি শাবনুরকে নিয়ে নিজের দোকানে যান। দুপুর ১২ টার দিকে শাবনুরকে ভাত আনতে বাড়ীতে পাঠান তিনি। দীর্ঘসময় হয়ে গেলেও শাবনুর ভাত নিয়ে না আসায় তিনি বাড়িতে ফিরে যান।
ঘরে গিয়ে শাবনুরের সৎ মা খালেদা কে শাবনুরের কথা জিজ্ঞেস করলে সে কোন উত্তর দিতে পারেনি। বিকেল পর্যন্ত শাবনুরের কোন খবর না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে খবর নিয়েও শাবনুরের কোন সন্ধানও পাননি তারা।
The Daily surjodoy
মঙ্গলবার(২৫ মে) সকালে আদর্শ গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ডোবাতে শাবনুরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এক পর্যায়ে ডোবার ভিতের থেকে শাবনুরের মরদেহটি উদ্ধার করা হয়।
কিশোরী শাবনুরের বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন,আমার মেয়ে শাবনুরকে তার স্ত্রী খালেদা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ডোবার ভিতর ফেলে দিয়েছিল। ঘরের একটি কক্ষে শাবনুরের রক্ত পড়ে আছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
The Daily surjodoy
এবিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাত সহ জখমের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের সৎ মা পলাতক রয়েছে। তাকে আটকের জোড় তৎপরতা চলছে তাকে আটকের করার পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে ওসি বলেন।
Leave a Reply