চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ৫ নং ওয়ার্ড নাইখাইন গ্রামের সিরাজ মুন্সির বাড়ির একই পরিবারের তিনভাই'কে হত্যা হুমকি,ধামকি ভয়ভীতি প্রদর্শন সহ নানান ধরনের প্রগন্ডা ছড়িয়ে সামাজিক সন্মান নষ্ট করার পায়তারা চালাচ্ছে মনে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম সওদাগর বাদী হয়ে ৭ সেপ্টেম্বর শনিবার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুএে জানা যায়, সিরাজ মুন্সির বাড়ির মৃত মোহাম্মদ মুছার পুএ মোহাম্মদ খোরশেদ আলম সওদাগর, তার ভাই ব্যাবসায়ী মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ওসমান গণী'কে
তাদের প্রতিবেশি একটি চক্র দীর্ঘদিন যাবত তাদের পারিবারিক, সামাজিক সন্মান ক্ষুন্ন করার অপচেষ্টা করে। এর ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে ঐ চক্রটি একাধিক ফেসবুক ফেইক আইডি খুলে ইমু, মেসিন্জারে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) লোকমান সওদাগর কে জড়িয়ে আজেবাজে মন্তব্য লিখে ছবি সহ বিভিন্ন পএিকার ভুয়া নাম ব্যাবহার করে অপ-প্রচার চালিয়ে সামাজিক সন্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে লোকমান সওদাগর অভিযোগ করেন। লোকমান সওদাগর বলেন, একাধিক ফেসবুক আইডি খুলে সংঘবদ্ধ চক্র আমাদের পারিবারিক ও সামাজিক সন্মান নষ্ট করার পায়তারাকারীদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দিয়েছে বলে জানান।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত আবদুর রহিম সরকার জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাদী লোকমান সওদাগর ফেসবুকে অপ-প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy