চট্টগ্রামের পটিয়া ০৬ নং কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম মনসা ৮ নম্বর ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা এসএম ইউসুফ এর বাড়ির পার্শ্ববর্তী লিজ বহির্ভূত এক নাম্বার খাস খতিয়ানভুক্ত পুকুর হইতে রাতের আঁধারে প্রায় ২ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে।
গত ২২ অক্টোবর (রবিবার) ভোর রাতে কিছু স্থানীয় বাসিন্দা এই ঘটনা দেখে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য আবদুর রহিম কে জানান।
এব্যাপারে আলাপচারিতায় তিনি জানান একটা গ্রুপ সব সময় ওই পুকুরে অবৈধ জবরদখল সহ মাছ ধরে নিয়ে যায় গতকাল ভোর রাতে ও মাছ চোরেরা বড় জাল ফেলে মাছ ধরার প্রাক্কালে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধি কে অবগত করলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কিছু দুর্বৃত্ত কয়েকজন সহযোগী নিয়ে বড় জাল ফেলে মাছ ধরতেছে দেখতে পান পরে তাদের বাধা দিলে তারা তাহাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে ওখান থেকে তাড়িয়ে দেন এবং পুকুরে থাকা রুই কাতলা মৃগেল চিংড়ি মাছ, প্রায় ২ লক্ষ টাকার মত মাছ নিয়ে যান। পরে তিনি পটিয়া উপজেলা ইউএনও এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ কে বিষয় টি জানান এবং স্থানীয় চিহ্নিত চোর আঃ আজিজ ও আবু মোহাম্মদ ভুট্টো কে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক প্রকৃত দোষীদেরকে আইনে আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জোর দাবী জানান স্থানীয় সচেতন মহল।