চট্টগ্রামের পটিয়ায় ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয় শ্রমিকলীগ পটিয়া উপজেলা, পৌরসভা যৌথ উদ্যােগে সংগঠনের ৫৪তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
পরে বিকালে সাংসদ এর মুন্সেফ বাজার কার্য়লয়ে কেক কেটে ৫৪তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম চেয়ারম্যান। উপজেলার সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু’র পরিচালনায়
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা শ্রমিকলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, পটিয়া পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মল হক, জিল্লুর রহমান, ইকবাল আহমদ চৌধুরী, সুমন চৌধুরী, সাইফুল ইসলাম, বদিউল আলম, বিলকিস আকতার, বদিউল আলম, বেলাল শরীফ, নবী হোসেন, আলী হোসেন রুবেল, এমদাদ হোসেন খান, মজিবুর রহমান, অজয় দেব নাথ প্রমুখ। এর আগে পটিয়া উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগ। এ সংগঠন দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও জীবন মান উন্নত করতে নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারোও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে দেশের শ্রমজীবি মানুষকে ঐকবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।