চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতার জের ধরে অসহায় এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরতর আহত হয়ে পটিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ জন মহিলা।
আহতরা হলেন, লুৎফুন্নেছা, ও তার স্বামী মাহবুব আলম, ঝাঁ নুর জাহান বেগম।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার এমএম মোতাহের নবীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এঘটনায় ভুক্তভোগী লুৎফুন্নেছা বাদী হয়ে একই এলাকায় মোস্তাক মিয়া (৪৩), মোঃ শহীদুল আলম (৩০), মোঃ আলী আজগর (৪০), সিরাজ মিয়া (৬০), তসলিমা আকতার (৩৮), ও রুমি আকতার (৩৫) সহ অজ্ঞাত নামা ৪/৫জন।
এবিষয়ে ভুক্তভোগী লুৎফুন্নেছা জানান, জায়গা জমির বিরোধ ছিল আগে থেকে। প্রতিপক্ষের লোকজন আমাদের জায়গা তাদের দাবি করে আসছিল। আমরা আদালতেও রায় পেয়েছি। এ জায়গায় কোন নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও মঙ্গলবার আমরা নির্মাণের কাজ করতে গেলে তারা আমাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় এবং আমাদের শ্লীলতাহানি করে। আমরা এর সুষ্ট বিচার চাই।
এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভাটিখাইনে জায়গা জমির বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।