মোঃ সাইফুল ইসলাম
গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার)সকাল ১১ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের চট্রগ্রাম হাইওয়ে সার্কেলের অন্তর্ভুক্ত পটিয়া ক্রসিং হাইওয়ে থানা ও দোহাজারী হাইওয়ে থানা পরিদর্শন ও জনসংযোগ করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি অপারেশনস (পূর্ব বিভাগ) মীর মোদাচ্ছের হোসেন। সকালে তিনি সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে পটিয়া হাইওয়ে থানার সামনের গোলচত্ত্বরে ও দুপুরে শান্তির হাট বাজারে পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক নের্তৃবৃন্দ, ড্রাইভার, রিক্সা চালক, ভ্যান চালক সহ সাধারন ছাত্র জনতার সাথে মতবিনিময় ও জনসংযোগ করেন। পরবর্তীতে তিনি ঐদিন দুপুর ২:৩০ ঘটিকায় দোহাজারী হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং থানা সম্মেলন কক্ষে স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি সাধারণ ছাত্র জনতা, পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং সভায় মতবিনিময় পূর্বক কমিউনিটি পুলিশিং কমিটি গঠন, সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন সহ কমিউনিটি পুলিশিং কার্যক্রম সংক্রান্তে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এরপর এডিশনাল ডিআইজি সংশ্লিষ্ট থানা মেস, ফোর্সেস ব্যারাক, থানা প্রাঙ্গণ, মামলার আলামত সমূহ নিজে সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং তিনি নিজে মহাসড়কে এসে বিভিন্ন ফিটনেস বিহীন গাড়ির কাগজপত্র চেক করতঃ চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন।
এ সময় কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্রগ্রাম সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ আনিসুর রহমান, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, স্থানীয় পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র জনতা এবং সংশ্লিষ্ট থানার অন্যান্য সকল অফিসার সহ ফোর্স সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy