চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান ও মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজার অপসারণ দাবি করে রাতে বিক্ষোভ করেছেন ছাত্ররা। বিক্ষোভকারী লাঠি ও লোহার রডসহ বিভিন্ন দেশিয় অস্ত্র হাতে মহড়া দেন। খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় অবস্থান নেয়।
রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদ্রাসার সব গেট বন্ধ থাকায় পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসার উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালানো হয়।
শনিবার রাত ১২টার পর থেকে মাদ্রাসায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ছাত্ররা মাদ্রাসার দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। বিক্ষোভে আহত জাকারিয়া নামের এক ছাত্রকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
বিক্ষোভ চলাকালে ছাত্ররা এক দফা দাবি ঘোষণা করে মাদ্রাসার প্রধান পরিচালক ও মহতামিম ওবায়দুল্লাহর হামজার অপসারণ দাবি করেন। এ সময় আন্দোলনকারি ছাত্ররা মসজিদের মাইকে ওবায়দুল্লাহ হামজার অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। মাদ্রাসার সব বাতি বন্ধ করে দেন তারা।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, মাদ্রাসায়পুলিশ অবস্হান নিয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy