
এম এ রহিম
আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলরুমে পটিয়াস্থ করণখাইন রহমানিয়া মুহাম্মদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এয়াতিমখানার ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত “মানারুল ইসলাম ” নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।মাদ্রাসা সুপার মাওলানা এম এ রহিম আলকাদেরীর পরিচালনা ও ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা মহিলা শাখার সুপার মাওলানা রোকন উদ্দিন মুহাম্মদ ফরহাদ এর সঞ্চালনায় এবং মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মুহাম্মদ ফিরোজ উদ্দিন এর সভাপতিত্বে এবং কাদেরিয়া তৈয়বিয়া এতিমখানার সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর আলহাজ্ব কাজী মাঈন উদ্দিন ফারুক এর উদ্বোধনী বক্তব্যদানের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান( মাঃ জিঃ আঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ (কমিশনার), গাউছিয়া কমিটি বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি বিশিষ্ট লেখক এডভোকেট আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতেয়ার,পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা এম এ ছবুর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব আকতারুজ্জামান চৌধুরীসহ অনেকে।
বক্তারা শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি এমন সৃজনশীল প্রকাশনা মনোনিবেশ করায় সকলে আলহাজ্ব ডাঃ মুহাম্মদ ফিরোজ উদ্দিন সাহেবের ভূয়সী প্রশংসা করেন।প্রতিষ্ঠানটির উন্নয়নসহ ভবণ নির্মাণে এবং যাবতীয় কার্যক্রমে সকলে সম্পৃক্ততা থাকার ও ভবিষ্যতে এ মাদ্রাসা দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল মাদ্রাসা হিসেবে গড়ে উটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply