মোঃ শহিদুল ইসলাম (পটুয়াখালী) :
সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর বাউফল প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা।
শুক্রবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি আবদুস সালাম আরিফ, আমাদের বার্তা পত্রিকার প্রতিনিধি কাউয়ুম উদ্দিন জুয়েল, বাংলাভিশনের শাহাদৎ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন সাংবাদিকের বিরুদ্ধে যে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে এই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলোর প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, এস এ টিভির জহির ইসলাম, ভোরের আকাশ পত্রিকার জলিলুর রহমানসহ আরও অনেকে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বিভিন্ন পত্রিকায় “কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে মদপানের ছবি ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন চেয়ারম্যান সালেউদ্দিন পিকু।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy