পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সি· লেন সড়ক নির্মানে বালু ভরাটের কারনে কৃষি জমিতে লবন পানি প্রবেশের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্মূক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন মোল্লা, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খালেক হাওলাদার ৯ নং ইউপি সদস্য জাহিদুল ইসলাম ( দুধাল ) ও ৬নং ইউপি সদস্য সলেমান।
বক্তারা বলেন, পায়রা বন্দরে সি· লেনের এই কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্রেক্টা ইঞ্জিনিয়ার লিমিটেড। তারা নদী থেকে ওই জমিতে বালু ভরাট করছে। কিন্তু বালুর অবশিষ্ট লবন পানি পার্শ্ববর্তী কৃষি জমিতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই তারা এ মৌসুমে কাজটি বন্ধ রাখার দাবি জানান।
স্প্রেক্টার ম্যানেজার মো. মামুন জানান, আমাদের বালুর কোন লবন পানি কৃষকের জমিতে যায়নি, আমাদের কাজের কারনে কৃষকদের কোন ক্ষতি হয়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy