পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে রাব্বির নেতৃত্বে এক নতুন সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে। যারা দিনের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে রাস্তাঘাটে যার আতঙ্কে সাধারণ মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেছে। মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আনোয়ার খানের ছেলে গ্যাং লিডার মোহাম্মদ রাব্বি। গ্যাং লিডার হিসেবে মোহাম্মদ রাব্বি (২৫) পিতা আনোয়ার খাঁ, এরই সহযোগী মোঃ খায়ের (৩০) পিতা রাজ্জাক মৃধা, রিয়াজ (২৪) পিতা গিয়াস উদ্দিন, মোঃ পলাশ (২৮) পিতা সওার মৃধা, রাব্বি (২০) পিতা খবির পঞ্চায়েত, মোহাম্মদ ইমরান (১৯) পিতা দেলোয়ার হাওলাদার, মোহাম্মদ মিলন (২০) পিতা হামিদ সরদার, শাহীন (২১) পিতা আব্দুল, এরা সবাই মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ( খাসের হাট বাজারের) বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার অনেকেই বলেন মেয়ে বিয়ে দিতে গেলে অথবা ছেলে বিয়ে করাতে গেলে তাদেরকে চাঁদা দিতে হয়। এদের প্রধান কাজ মানুষের ছাগল গরু হাঁস-মুরগি রাতের আধারে নিয়ে পিকনিক করা। এবং গোপনে মাংস বিক্রি করা।খাসের হাটের ডিশ ব্যবসায়ী মোহাম্মদ বশির জানান আমাদের বাজারের অনেকগুলি ছাগলের অনেকদিন পর্যন্ত খোঁজ পাইনি। আমার দুইটি খাসি ছাগল যার মূল্য আছে আনুমানিক ৪৫ হাজার টাকা। বাবুল মৃধার একটি যার মূল্য আছে আনুমানিক ১৮০০০ হাজার টাকা। আনোয়ার মৃধার দুইটি যার মূল্য আছে আনুমানিক ৩৫ হাজার টাকা। বিলের বাড়ির ফোরকানের ১ টি। বশির আরও বলেন মাংস বিক্রির সূত্র ধরে আমরা খোঁজ পাই যে আমাদের ছাগলগুলি ওরাই নিয়েছে। রাব্বির পিতা আনোয়ার খান এর কাছে বিচার দিলে আনোয়ার খান বলে ছাগল বেশি থাকলে দুই একটা পোলাপানের খাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy