প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩, ৭:৩২ এ.এম
পটুয়াখালীর মরিচ বুনিয়া খাসের হাট বাজারে চলছে সরকারি জায়গা বিক্রয়ের বাণিজ্য।
পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাপ্তাহিক খাসেরহাট বাজারে সরকারি চান্দিনা ভিটি বেচা কেনার বাণিজ্য। এলাকার কিছু প্রভাবশালী লোক খাসের হাট বাজারের সরকারি চান্দিনা ভিটি গুলো আগের মালিকদের কাছ থেকে জোরপূর্বক দখল করে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্য বিক্রি অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০টি ভিটি বিক্রি করা হয়েছে। তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।
একজন ব্যবসায়ী চান্দিনা ভিটির মালিক মোঃ নুরু শিকদার তিনি বলেন আমি প্রায় ৪০ বছর এই ভিটিতে ব্যবসা করছি এখন দেখি আমার ভিটিতে তাজুল নামের একজন ঘর তুলছে আমি বাধা দেওয়ায় তিনি এলাকার একজন প্রভাবশালী নাম বলে আমি তার কাছ থেকে ৭০ হাজার টাকায় ভিটি কিনেছি আমি তার কাছে জানতে চাইলে তিনি আমাকে বলে ১0 হাজার টাকা নিয়ে চলে যা যদি না নেও তাহলে এ দশ হাজার টাকা পাবি না আর ভিডিও পাবি না ওটা সরকারি চান্দিনা জমি তোর বাপের জমি না। তবে স্থানীয় অনেকে বলেন বাজারে কমিটি না থাকার জন্য ঐতিহ্যবাহী খাসের হাট বাজারে চলছে চান্দিনা বিটির লুটপাট যার ক্ষমতা আছে সে সরকারি জায়গা দখল করে বিক্রি করছে তবে লুটপাটের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তবে ঐতিহ্যবাহী খাসরাট বাজারের চান্দিনা ভিটি গুলো বিক্রি করার কারণে অনেক ক্রেতারা সরকারি জায়গায় পাকা বসতবাড়ি করার কারণে খাসারহাট বাজারটি এখন ধ্বংসের পথে সরকারের কাছে এলাকাবাসীর দাবি আমাদের বাপ দাদার আমলের খাসেরহাট বাজার টি যেন আগের মতো ফিরে আসে ।
মরিচ বুনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফোরকানের কাছে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই ব্যাপারে আমি কোন কিছু জানি না আমি বর্তমানে ছুটিতে আছি বলে তিনি ফোনের লাইন কেটে দেয়। পরে মরিচ বুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মাসুম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু জানি না ক্রেতা ও বিক্রেতা কেউই আমার সাথে যোগাযোগ করেনি ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy