শহিদুল ইসলাম, বরিশাল
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমান। গতকাল ৩১ মে (বুধবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক পটুয়াখালী মহোদয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে সুবিদখালী বাজারে তদারিকমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মুদি দোকান, কসমেটিকসের দোকান,মিষ্টির দোকান, বেকারী, ঔষধের দোকান,কাঁচা বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রর্দশন না করা এবং বিক্রয় নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৬,০০০/- জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ব্যবসায়ীগণসহ স্থানীয় নাগরিকদেরকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইনসহ অন্যান্য আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা বিক্রয়ের জন্য অনুরোধ ও নির্দেশনা প্রদান করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন মির্জাগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং স্যানিটারী ইন্সপেক্টর জনাব মাকসুদুর রহমান ।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy