সোহেল রানা,পটুয়াখালী: ভাইরাস এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা, করনীয়, সুপারিশ, সক্ষমতা ও কর্মপরিকল্পনা নির্ধারন বিষয় পটুয়াখালী জেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সঞ্চালনায় সঞ্চালানায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পৌর কাউন্সিল দেলোয়ার হেসেন আকন ও শুকতারা এনজিওর পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ । এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ করোনার পরিস্থিতি ও করোনীয় বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। কি উপায় সর্বজনের মধ্যে মাক্স পরিধান করানো যায় তা নিয়েও আলোচনা করা হয়।