মোঃ সোহেল রানা, পটুয়াখালী প্রতিনিধিঃ
কোভিড-১৯ ভাইরাস জনিত সমস্যার কারণে অসচ্ছল ও বেকার সাংস্কৃতিকর্মীদের মাঝে এককালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৪৫০০০০ চার লক্ষ পঞ্চশ হাজার টাকা অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ আর্থিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দীন এর সভাতিত্বে সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দীন আহমেদ, জেলা কালচারাল কর্মকর্তা কাজী কামরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স সহ অনুদান গ্রহণকারী বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিককর্মীগন। জেলার প্রায় এ পর্যন্ত ৯০ জন সাংস্কৃতি কর্মীকে এককালীন ৫ হাজার টাকা করে এ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।