রানা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা এলাকায় অভিযান চালিয়ে একজন নারী ও দুইজন পুরুষ মাদক কারবারীকে আটক করেছে মির্জাগন্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে , বুধবার (৩’রা মার্চ-২০২১ ইং) তারিখ আনুমানিক রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে , মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ,এম, মহিবুল্লাহ’ র নের্ত্বতে এস,আই কামরুল হাসান, এ,এস,আই, মাহবুবুর রহমান, এ,এস,আই (নিঃ) মোঃ আলী হোসেন, নারী পুলিশের কং ৮০৫/ রিমা সহ পুলিশের একটি অভিযানিক দল উপজেলাধীন মহিষকাঠা এলাকা বাজার সংলগ্নে অভিযান চালিয়ে ১ কেজি ৩৬৭ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারী কে আটক করেন। আটকৃত মাদক কারবারীরা হলেন, আবু জায়েদ গাজী (৩৮), ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫), লক্ষীপুর থানার সমসেরাবাদ গ্রামের বাসিন্দা আবু তাহের গাজীর ছেলে ও পুত্রবধু। অপর একজন আসামি সগির হাওলাদার, মির্জাগঞ্জ থানার ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মোতালেব হাওলাদারের ছেলে।
এবিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এইচ,এম মহিবুল্লাহ জানান, আটককৃত আসামি মাদক কারবারীদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।তিনি আরও জানান, আসামিদের মির্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..