নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী উপজেলার কলিকাপুর ইউনিয়নের করমজাতলা এলাকায়
পায়রা অয়েলস লিমিটেড পেট্রোল পাম্পে তেলের পরিমান কম দেওয়ার অপরাধে পাম্পের মালিক মোঃ আলতাফ খান (৪৫) কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার পটুয়াখালী জেলার যৌথ অভিযানে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। পাম্পের মাগিক আলতাফ খান করমজাতলা গ্রামের মৃত সিরাজুল ইসলাম খানের ছেলে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫/৪৮ ধারা অনুযায়ী পাম্পে তেল কম দেয়ায় মালিক মোঃ আলতাফ খানকে এক লক্ষ টাকা জরিমানা করেন। র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy