সোহেল রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া এলেমাবাদ সালেহীয়া দাখিল মাদ্রাসার আয়া পদে নিয়োগে অনিয়ম-দুর্নীতি চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার সভাপতি ও সুপারসহ শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি নিয়োগদানের আগে ৩ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের একটি কথোপকথন (অডিও রেকর্ড) ফাঁসের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বড়গাবুয়া এলেমাবাদ সালেহীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ কামাল তালুকদার ও মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ খা, চাকরি প্রত্যাশী মোঃ মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ লুৎফা বেগম প্রায় ৩০ মিনিটের অডিও রেকর্ডে ৩লাখ টাকা নিয়োগ বাণিজ্যের স্পষ্ট কথোপকথন এখন এলাকার মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে। শুধু মাদ্রাসার সভাপতিই নন, মাদ্রাসা সুপার মাওলানা সফিকুর রহমানের রিরুদ্ধেও চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
চাকরি প্রত্যাশী মোসাঃ লুৎফা বেগম চাকরি এবং ৩লাখ টাকা না পেয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সভাপতি মোঃ কামাল তালুকদার, সুপার সফিকুর রহমান ও শিক্ষক আবু সাঈদ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-সি, আর নং-৩৩০/২০অডিও রেকডিং ও সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে, বড়গাবুয়া এলেমাবাদ সালেহীয়া দাখিল মাদ্রাসার আয়া পদে দরখাস্ত আহ্বান করে মাদ্রাসার কর্তৃপক্ষ। আয়া পদের বিপরীতে বেশ কিছু নারী ও পুরুষ আবেদন করেন। এরপর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল তালুকদার ও মাদ্রাসার সুপার মাওলানা সফিকুল ইসলামসহ শিক্ষক আবু সাঈদ আবেদন কারি মোসাঃ লুৎফা বেগম এর কাছ থেকে চাকরি দেওয়ার আআশ্বাস দিয়ে আলাদাভাবে অগ্রিম ০২-০৭-২০১৮ ইং তারিখ সকাল অনুমান ৯.০০টার দিকে আমার বসত ঘরের সামনের বারান্দায় বসিয়া ২লাখ টাকা নেয়। মাদ্রাসার সভাপতি ও সুপার দ্বিতীয় বার সকালে আরো ১লাখ টাকা লাগবে বলে দাবী করে ঐ দিনই ০১-১১-২০১৯ইং তারিখ বিকালে ১লাখ টাকা নগদ প্রদান করি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy