প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২০, ১:১৯ এ.এম
পটুয়াখালীতে যুবদের প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র বিতরণ

সোহেল রানা,স্টাফ রিপোটার
পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কর্ম প্রত্যাশী যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ পরবর্তী সদন পত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে উপপরিচালক নুরে আলম আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাশসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, কর্মসংস্থান ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শেখ মোঃ ফরিদ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, প্রশিক্ষণার্থী জান্নাতুল নাইমা প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু জীবন কর্ম; যুবদের কর্মসংস্থানে বঙ্গবন্ধু যুব ঋণ, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০৪১ এ উন্নত বাংলাদেশ গড়তে যুব সমাজকে জনসম্পদে রুপান্তরিত করতে হবে। সেজন্য মুজিববর্ষ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পটুয়াখালী জেলার চাহিদা অনুযায়ী যুবদের প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়নের সাথে জেলা প্রশাসন সমন্বয় করে একযোগে কাজ করে যাবে। জেলার যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি সুযোগ সুবিধা সমূহ ব্যাপক ভাবে প্রচারের উদ্যোগ গ্রহন এবং তথ্য সবার কাছে পৌঁছে দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
সভায় পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ৫০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ, জেলা কার্যালয়ে তিন মাস মেয়াদি পোষাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy