রানা, পটুয়াখালী::
মহামারি প্রাদুর্ভাব প্রতিরোধে ও সরকারের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকার ঘোষিত ০৭ দিন লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালী সদর নিউ মার্কেট এলাকায় ‘লকডাউন মানি না’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার (০৬ এপ্রিল -২০২১ ইং) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি নিউমার্কেট এলাকা হতে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এতে প্রায় দুই শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে পটুয়াখালী পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির তালুকদার পথসভায় বলেন, আমরা লকডাউন মানি, কিন্তুু যেখানে সবকিছু চলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কেন? এই লকডাউন আমরা মানি না।
তিনি আরো বলেন, আমাদের দাবি একটাই, যদি লকডাউন হয় তবে সবকিছুতেই লকডাউন দেওয়া হোক। আমরা সরকারের বিপক্ষে না বরং সরকারের পক্ষে।
এসময় বিক্ষোভ মিছিলে পটুয়াখালী গার্মেন্টস সমিতির সভাপতি মো. হেমায়েত সিকদারসহ অনন্য ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..