প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ৪:০৫ পি.এম
পটুয়াখালীতে লকডাউন সচেতনে করায় ও হতদরিদ্রদের পাশে সেনাবাহিন
পটুয়াখালীতে লকডাউন সচেতনে করায় ও হতদরিদ্রদের পাশে সেনাবাহিন
রানা,পটুয়াখালীঃঃ সারাদেশে মাহামারী নোভেল করোনা ভাইরাসে ১৪ দিন কঠোর লকডাউনে ঘর বন্দী মানুষের মাঝে বিভিন্ন সেবা দিতে পুলিশ সদস্য যখন মাঠে, সেনাবাহিনী ও ঝুঁকি নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে কাজ করে যাচ্ছে মাঠে অনবরত এবং সচেতন করায় ও অসহায় হদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনী।
অদ্য( ৯ জুলাই ) শুক্রবার সকাল ৯.০০ ঘটিকার সময় শহরের বিভিন্ন পয়েন্টে খাদ্য সহায়তা প্রদান করেন।
শেখ হাসিনা সেনা নিবাসের ৭ম পদাতিক ডিভিশন।
দিন ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শহরের বাসিন্দারা বলেন হে আল্লাহ রাব্বুল আলামীন এই মহামারী করোনাভাইরাস এরমধ্যে খোঁজখবর নিয়ে খাদ্য নিয়ে এসেছে তাদেরকে আপনি হেফাজতে রাখুন আমিন।
শেখ হাসিনা সেনানিবাস ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মনির হোসেন এর নেতৃত্বে খাদ্য উপহার বিতরণ করা হয়।
এ সময় মেজর আওলাদ হোসেন বলেন,
বাংলাদেশ সরকার আমাদেরকে যে খাদ্য দিয়ে থাকেন ঐ খাদ্য থেকে সঞ্চয় করে আপনাদের জন্য কিছু খাদ্য এনেছি তাই আমাদের এই খাদ্য উপর টুকো খুশি মনে নিবেন এবং এই লকডাউন মেনে চলুন। আপনি বাঁচুন পরিবারকে বাঁচান দেশকে বাঁচান সামাজিক দূরত্ব বজায় রাখুন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না এমনটাই আশা ব্যক্ত করেন করোনা বিস্তার সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy