সোহেল রানা,স্টাফ রিপোটার, পটুয়াখালী
পটুয়াখালীতে শনিবার মুহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,পটুয়াখালী সদর এর নেতৃত্বে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল উদ্ধারে দিনব্যাপী অভিযানে পরিচালনা করেন। সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া,শিয়ালী ও বদরপুর নামক স্থানের দপ্তের খাল,গাবুয়া খাল ও শিয়ালী খালসহ আরও ৩-৪ টি খালে অভিযান করে মোট -৩৫ টি ( চাক জাল,স্লুইজ জাল,বেহুন্দী জাল) আটক করে গাবুয়া বাজারে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জালের পরিমান প্রায়-৫৫০০ মিটার যার আনুমানিক মূল্য ০৬ লক্ষ টাকা। অভিযানে উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ, সহকারী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,পটুয়াখালী সদর। সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তর,পটুয়াখালী সদর টিম ও পটুয়াখালী সদর থানা পুলিশ।
Leave a Reply