শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আদেল উদ্দিন মুসুল্লির ছেলে মৃত্যু আজিম উদ্দিন মুসল্লী । শান্তিপুর গ্রামের ৪ নম্ব ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানান, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাস্টারের ধানক্ষেতে সকালে আজিম উদ্দিনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা বলেন নিতাই মাস্টার তার ধানক্ষেতের ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ঘাস কাটতে গেলে সে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। স্থানীয় অনেকে বলেন শিক্ষক নিতাই মাস্টার ইদুর মারার নাম করে মানুষ মারার ফাঁদ পেতে রেখেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy