শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
পটুয়াখালী বড় বিঘাই ইউনিয়নের মোটর সাইকেল চালক মাসুদ রানা হত্যাকান্ডে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।২৪ নভেম্বর বুধবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন- অপরাধ) মাহফুজুর রহমান জানান মাসুদ রানা হত্যাকান্ডের ঘটনায় এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ৬ নভেম্বর রাতে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে দক্ষিন বিঘাই আঃ লতিফ বেপারীর ছেলে মোটর সাইকেল চালক মসুদ রানা নৃশংসভাবে হত্যা করে শ্যামল ডাক্তারের ডোবায় ফেলে রাখে দুর্বত্তরা। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মাহফুজুর রহমান(১৬) হত্যাকান্ডের বিচার চেয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা নং-১৪, তারিখ- ০৭.১১.২১, ধারা- ৩০২, ২০১ ও ৩৪। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লহ পিপিএম এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি চৌকসদল ৫ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকালিন তারা স্থানীয় চেয়ারম্যান নৌকার প্রার্থী মজনু মোল্লার সমর্থনে প্রচারনা চালাতো। স্থানীয় রাজনৈতিক দ্বন্ধে মোটর সাইকেল চালক মাসুদ রানাকে টার্গেট করে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য হত্যাকান্ড সংঘটিত করা হয়। গ্রেফতারকৃত আসামী আল আমিন, ঘটনার দায় স্বীকার পূর্বক ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীর নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন। হত্যাকান্ডের সাথে জড়িত মাসুম বিল্লাহকে ২৩ নভেম্বর ঢাকায় পালিয়ে যাওয়ার পথে মির্জাগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আসামী মাসুম বিল্লাহের দেয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহফুজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৩ নভেম্বর বড়বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার ঘরের উত্তর পাশের পুকুর থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি বগি দা ও লোহা রডের সাথে স্ক্রু সংযুক্ত চেইনগিয়ার উদ্ধার করে পুলিশ।
উক্ত মোটর সাইকেল চালক মাসুদ রানা হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত আটক কৃততোরা হলেন।- আল আমিন(২৫), ইব্রাহিম খলিল(২৪), সিদ্দিক রাসেল (২৭), রাহাদ মাঝি(৩০), বিল্লাল হোসেন(২৫) ও সর্বশেষ গ্রেফতার মাসুম বিল্লাহ(২৪)। মামলার তদন্ত অফিসার ডিবি পুলিশের এসআই সজল দাস জানান আটক আসামীদের দেয়া তথ্যমতে মাসুদ রানা হত্যা ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে
Leave a Reply