শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খাসের হাট বাজারের দক্ষিণ পাশে কলাগাছিয়া বাজারে যাবার মাঝপথে সড়কটি নদী ভাঙ্গনের কবলে।এই রাস্তাটি ভেঙ্গে গেলে প্লাবিত হবে মরিচবুনিয়া ইউনিয়ন।এবং সড়ক পথ বিছিন্ন হবে
একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল, দুইটি মাদ্রাসা ও মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদ, খাসেরহাট বাজার, কলাগাছিয়া বাজার, গুলিশাখালী বাজার, পটুয়াখালী জেলা। মরিচবুনিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের জীবন হবে হুমকির মুখে। ইতিমধ্যে অনেকগুলি পরিবার তাদের ভিটামাটি নদী ভাঙ্গনে হারিয়েছে। স্থানীয় অনেকেই বলেন অনেক মানুষের ওপর জন এই রাস্তাটি দিয়ে। যেমন ভাড়ায় মোটরসাইকেল চালক,রিকশ চালক, অটো চালক, টমটম চালক, একজন ড্রাইভার বলেন অনেকে এই রাস্তাটি দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালায় এই রাস্তাটি না থাকলে আমাদের যে কি উপায় হবে তা আল্লাহই ভাল জানে। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল মৃধা বলেন এই রাস্তাটি যদি সংস্কার করা না হয় কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..