শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একজন নারী ও দুইজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মির্জাগন্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আনুমানিক রাত ৮ টার পরে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ,এম, মহিবুল্লাহ’ র নের্ত্বতে এস,আই কামরুল হাসান, এ,এস,আই, মাহবুবুর রহমান, এ,এস,আই (নিঃ) মোঃ আলী হোসেন, নারী পুলিশের কং ৮০৫/ রিমা সহ পুলিশের একটি অভিযানিক দল উপজেলাধীন মহিষকাঠা এলাকা বাজার সংলগ্নে অভিযান চালিয়ে আনুমানিক ১ কেজির বেশি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃতরা হলেন, লক্ষীপুর থানার সমসেরাবাদ গ্রামের বাসিন্দা আবু তাহের গাজীর ছেলে ও পুত্রবধু। মোহাম্মদ আবু যায়েদ গাজী (৩৬) ও তার স্ত্রী মোসাম্মাৎ রোকসানা বেগম (৩৪) অপর একজন আসামি মোঃ সগির হাওলাদার, মির্জাগঞ্জ থানার ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মোতালেব হাওলাদারের ছেলে।
আসামিদের মির্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।