শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একজন নারী ও দুইজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মির্জাগন্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আনুমানিক রাত ৮ টার পরে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ,এম, মহিবুল্লাহ’ র নের্ত্বতে এস,আই কামরুল হাসান, এ,এস,আই, মাহবুবুর রহমান, এ,এস,আই (নিঃ) মোঃ আলী হোসেন, নারী পুলিশের কং ৮০৫/ রিমা সহ পুলিশের একটি অভিযানিক দল উপজেলাধীন মহিষকাঠা এলাকা বাজার সংলগ্নে অভিযান চালিয়ে আনুমানিক ১ কেজির বেশি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃতরা হলেন, লক্ষীপুর থানার সমসেরাবাদ গ্রামের বাসিন্দা আবু তাহের গাজীর ছেলে ও পুত্রবধু। মোহাম্মদ আবু যায়েদ গাজী (৩৬) ও তার স্ত্রী মোসাম্মাৎ রোকসানা বেগম (৩৪) অপর একজন আসামি মোঃ সগির হাওলাদার, মির্জাগঞ্জ থানার ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মোতালেব হাওলাদারের ছেলে।
আসামিদের মির্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy