এম রাকিব পটুয়াখালী ।। পটুয়াখালীর রাঙ্গবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজার-নিচকাটা সাগরপাড় বাজারসহ কয়েক হাজার জনসাধারনের চলাচলের একমাত্র সড়কটি খানাখন্দ রয়েছে। বর্ষা এলেই পানি কাদায় মাখামাখি হয়ে যায় সড়কটি। সড়কটি খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে হাজারো জনগণ! রাস্তাটি দিয়ে প্রতিদিন তিন হাজার মানুষ যাতায়াত করে । সংস্কারের অভাবে রাস্তাটিতে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি এ'সময়ে পাঁয়ে হেটে চলাচলও দুরাহ্য হয়ে পড়ছে। মৌডুবী বাজার থেকে নিচকাটা পর্যন্ত রাস্তাটির পাশে রয়েছে দুটি প্রাথমিক ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় । প্রতিনিয়ত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা যাওয়া করে রাস্তাটি দিয়ে। বর্ষার কাঁদাপানীতে পথচারিসহ স্কুলগামী শিক্ষার্থীদের জামা-কাপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক বর্ষার পানি জমে রাস্তাটি ডোবায় পরিনত হয়েছে, যা বর্তমানে জনদূর্ভোগ চরমে! স্কুলগামী শিক্ষার্থীরা জানান, আমাদের একমাত্র এ রাস্তাটির বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। যার কারনে আমরা প্রতিদিন সময় মত স্কুলে আসতে পারি না। মৌডুবী'র হাফেজকান্দা এলাকার বাসিন্দা আজিজুর রহমান সুজন জানান, রাস্তাটির বেহাল দশার কারনে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, এলাকাবাসী ,রোগী এবং জরুরি যাতায়াতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। তিনি আরো বলেন , প্রায় ১০- ১৫ বার লোকজন এসে রাস্তাটি মেপে যাচ্ছে , কিন্তু রাস্তাটি সংস্কার বা পাঁকা করণের কোন কাজ এ যাবত হতে দেখলাম না । পশ্চিম মৌডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত করিম (শাহিন) জানান, রাস্তাটির বেহাল দশার কারনে আমাদের বিদ্যালয়টিতে প্রতিনিয়ত শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটির পাঁকা করনের দাবি এলাকাবাসীর। এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, রাস্তাটি আসলেই চলাচল অনুপযোগী। উপজেলা এলজিইডি অফিসে আলোচনা করে সংস্কারের ব্যবস্থা করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy