জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসে পটুয়াখালী সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নে ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় নানা কর্মসূচি পালন করেছে।
আজ ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়।
সকাল ৯টায় মাদ্রাসার হল রুমে সামাজি দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুপার মোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসে এক আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক এএসপি মুক্তিযোদ্ধা এ.কে. ইয়াকুব আলী।
সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন ও সুলতান পাঠান এর সলনে বক্তব্য রাখেন সহ-সুপার মোঃ মাওলানা মোঃ নুরুল আমিন,সহকারী মৌলভী মহিউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক ইছাহাক মাহমুদ,কবির হোসেন, আঃ কাদের, মোঃ বেল্লাল হোসেন,সহকারী শিক্ষক কৃষি মোঃ জসিম উদ্দিন, ইবতেদায়ী প্রধান মোঃ আমিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী মৌলভী মাওলানা মোঃ মোখলেছুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসে শিক্ষক, শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। শেষে হামও নাদ প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply