সোহেল রানা ,স্টাফরিপোটার ,পটুয়াখালীঃ
পটুয়াখালীর আউলিয়াপুর ১ নং ওয়ার্ডের পকিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে ৫- সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি (ইউএনও) এর নির্দেশে ইউনিয়ন উপ-সহকারী ভুমি বিল্লাল হোসেনের উপস্থিতিতে অবৈধ বোমা ড্রেজারটি জব্দ তালিকা ভুক্ত করা হয়েছে। এ সময় পটুয়াখালী সদর থানা পুলিশের এস,আই হানিফ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।জব্দ তালিকায় অনুযায়ী, ৩২’হর্চ পাওয়ার স্যালো মেশিন ১ টি,যাহার বাজার মুল্য-৩০,০০০(ত্রিশ হাজার )টাকা, ২৫’ হর্চ পাওয়ার স্যালো মেশিন ১ টি, বাজার মুল্য-২০,০০০ (বিশ হাজার) টাকা, ১২ টি প্যালাস্টিকের ড্রাম মুল্য-৩,৬০০(ছত্রিশো) টাকা, খাটিয়া ও আসবাব মিলিয়ে ৪,০০০(চার হাজার) টাকা,প্লাস্টিক পুরাতন ৪” ইঞ্চি ৮০০ (আটশো) ফিট পাইব মুল্য-১২,০০০(বারো হাজার) সর্বমোট ৭৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। জব্দ তালিকায় অনুযায়ী তিন জন উপস্থিত সাক্ষীর সামনে গ্রাম পুলিশ আলম চৌকিদারকে মালামালেের দায়িত্ব দেয়া হয়। সাক্ষরিত সাক্ষীরা হলেন, ১. জসিম উদ্দিন বাদল. ২. জালাল হোসেন, ৩. এ,জেড,এম উজ্জ্বল।
জানাগেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন অবৈধ বালু উত্তোলনের ব্যবসা চালিয়ে আসছে ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর ২ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানা।তিনি বিভিন্ন খালের খাস জমি থেকে স্কয়ার ফিট-৩-৪ টাকা এবং হাজার পরিমান বালু ৩ হাজার টাকা ধরে বালু উত্তোলন করে ব্যাক্তি মালিকানা জমি ভরাট করে আসছিলো।অবশেষে মিডিয়া কর্মীদের তথ্য অনুযায়ী অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ভাসমান ড্রেজারটি জব্দ তালিকায় আনেন প্রশাসন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy