রানা,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার কাজী আবুল কাশেম স্টেডিয়ামে ১৩ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২১। আজ উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; জনাব আ.ন.ম আমিনুল হক মামুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), জেলা ক্রীড়া সংস্থা, পটুয়াখালী; জনাব স্বপন ব্যানার্জী, সভাপতি, পটুয়াখালী প্রেস ক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা।
ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নতুন প্রজন্মের প্রতি মাদক, জঙ্গিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে নিজেকে দূরে রেখে খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান। একইসাথে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।