রানা,পটুয়াখালীঃঃ
পটুয়াখালীতে ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় পটুয়াখালী পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্টসহ ইউনিট ইনচার্জসহ সকল স্তরের ফোর্সগণ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় পুলিশ সুপারের সামনে বিভিন্ন স্তরের সদস্যগণ কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরেন এবং তিনি তৎক্ষণাৎ তার সমাধান তথা সুচিন্তিত দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে মূল্যবান দিকনির্দেশনা সমূহ তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক পরম শ্রদ্ধাভাজন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের ০৫ টি মুল্যবান দফা (Zero Corruption, Zero Drug, Zero torture, Discipline and welfare, Beat policing) সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন যাতে বিন্দুমাত্র ব্যত্যয় না ঘটে।
দুপুর ১১:৩০ ঘটিকা হতে বিকাল ৫টা পর্যান্ত পুলিশ অফিস সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২১ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জেলার শ্রেষ্ঠ বিট অফিসারকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অপরাধ সভায় গত মাসে রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বিস্তারিত মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..