পটুয়াখালী জেলা প্রশাসকে বিদায় সংবর্ধনা আয়েজন করেন
রানা,পটুয়াখালী
Facebook Twitter share
মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী এর বদলিজনিত বিদায় উপলক্ষে স্বাস্থ্য বিভাগ, পটুয়াখালী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
Surjodoy.com
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; ডা. মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মেডিকেল কলেজ, পটুয়াখালী; ডা. লোকমান হাকিম, সহকারী পরিচালক, ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, পটুয়াখালী; স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মিজানুর রহমান, সভাপতি বিএমএ, পটুয়াখালী জেলা শাখা।
The Daily surjodoy
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে সর্বদা স্বাস্থ্য বিভাগের পাশে থাকায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে বিদায়ী অতিথির পারিবারিক জীবনে সুখ ও শান্তি এবং চাকরি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
The Daily surjodoy
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সুসমন্বয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের ফলে পটুয়াখালী জেলায় করোনার প্রথম ও দ্বিতীয় তরঙ্গ মোকাবেলা সম্ভব হয়েছে। দেশের অন্যান্য জেলার তুলনায় পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy