পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রশাসন মাকসুদকে মারধর করে মেরে ফেলেছে স্থানীয়দের অভিযোগ
রানা,পটুয়াখালী,
পটুয়াখালী সদর থানার পৌরসভার ৬ নং ওয়ার্ড চড়পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক অভিযান কালে মারধর করায় মাকসুদ (৫২), নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।ঘটনাটি (৮-আগস্ট-২০২১ ইং) তারিখ সন্ধাকালীন সময় আনুমানিক ৬-৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পটুয়াখালীর এএসআই জসিম উদ্দিন বলেন, মাদকের অভিযোগ ছিলো,তবে তার সঙ্গে কোন মাদক পাওয়া যায়নি। অভিযান কালে ধস্তাধস্তি হলে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করে।তবে মারধর করার বিষয়টি অস্বীকার করেন তিনি।তার সাথে থাকা কনস্টেবল তারেক শাহরিয়ার ও ওয়ারলেস অপারেটর মামুন সাংবাদিকদের প্রশ্নের জবাব এরিয়ে একপর্যায়ে পালিয়ে যায়।
সদর থানার ওসি আখতার মোর্শেদ তদন্ত অফিসার হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি বলেন, ঘটনাস্থলে এলাকাবাসীর মুখে জানাগেছে তাকে মারধর করায় তার মৃত্যু ঘটে।তবে এবিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি, এধরনের মৃত্যু ময়নাতদন্ত ছাড়া দাফন করা যায় কিংবা যাবে কিনা এমন প্রশ্নে বলেন, যদি নির্যাতনের ঘটনায় মৃত্যু হয় মেডিকেল রিপোর্ট অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহন থাকবে।রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাবে না।
এব্যাপারে মৃত ব্যাক্তির স্ত্রী আত্মীয় স্বজন ছোট ভাই ও তার স্ত্রী মিডিয়াকে এরিয়ে যায়, তবে তাদের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ হয়নি নিকটস্থ থানায়।
হসপিটালে থাকা কর্তব্যরত চিকিৎসক নুরুন্নাহার স্মৃতি বলেন, এখানে সন্ধ্যা ৭.১০ মিনিটের সময় নিয়ে আসা হয়, তবে মাকসুদের মৃত্যু আরও আগেই হয়েছে বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy