শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে রিক্সা চালক রোজাদার ব্যক্তিদের জন্য রাস্তায় সাজানো থাকে ইফতার। রোযাদার রিক্সাচালকরা যে যার মতো ইফতারের জন্য খাবার প্যাকেট তুলে নিয়ে পারেন । পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড় রাস্তায় প্যাকেটগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রেখে দেয়া হয়।
আজ সোমবার বিকেল ৫ টার দিকে এ খাবার প্যাকেট দেয়া হবে। গত তিন দিন থেকে ইফতারি দেয়া হচ্ছে। এভাবে আজও দেয়া হবে।
সরোজমিনে দেখা গেছে, বিকেল ৪ টার দিকে ৫০ প্যাকেট তৈরির কাজ শুরু করা হয়। বিকেল ৫ টার দিকে শহরের সোনালী ব্যাংক মোড়ের রাস্তায় ইফতারির প্যাকেট সাজিয়ে দেয়া হয়। ওই রাস্তা দিয়ে রিক্সা চালক গেলে তাদেরকে জিজ্ঞেস করা হয় রোজা আছেন কিনা।
রোযা থাকলে এক প্যাকেট খাবার ও ১ টি পানির বোতল দেয়া হয়। এ সব কার্যক্রম পরিচালনা করেন পটুয়াখালী বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
পটুয়াখালী বাসী সংগঠনের আহ্বায়ক রায়হান আহমেদ জানান, গত তিন দিন থেকে ৫০ টি খাবারের প্যাকেট রোযাদার রিক্সা চালকদের মাঝে বিতরন করা হয়েছে। আজকেও বিতরন করা হবে ।
প্রতি প্যাকেটে আমরা বুট, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর ও জিলাপি ও সাথে একটি পানির বোতল দেয়া হয়। বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রম করা হয়। আমরা ৫ জন খাবার প্যাকেট করে সোনালী ব্যাংক মোর রাস্থায় সাজিয়ে রেখে দেই।
রিক্সা চালক ছারা আর কেউ যাতে খাবার নিতে না পারে সেজন্য আমরা দাড়িয়ে থাকি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy