প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২২, ১২:১৬ এ.এম
পটুয়াখালী শহরে চরপাড়ায় হঠাৎ বজ্রপাতে একজনার মৃত্যু শিশুসহ আহত কয়েকটি পরিবার
রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা শহরের সদর রোড চরপাড়া নদীর পাড়ে বস্তি এলাকায় বজ্রপাতের কারণে শাহিন নামে এক ব্যাক্তি মৃত্যু বরন করে ও তার এক শিশু বাচ্চা সহ কয়েকটি পরিবার আহত হয়।
বজ্রপাতের কারনে প্রায়শই মানুষের প্রাণহানি ঘটে। বেশিরভাগ সময় বিচ্ছিন্নভাবে এক দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আবার কখনও কখনও একটিমাত্র বজ্রপাতে বহু মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটে থাকে। যেমন আজকে জুলাই মাসে ৩ তারিখ ২০২২ ইং তারিখে দুপুর ১.১০ এর সময় বাংলাদেশের পটুয়াখালী জেলা শহরের সদর রোড চরপাড়ায় বস্তি এলাকায় বজ্রপাতে ১ জনের মৃত্যু এবং শিশু সহ কয়েকটি পরিবার আহত হয়েছে
বজ্রপাতে বাংলাদেশে ঠিক কতো মানুষের মৃত্যু হয় তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংগৃহীত তথ্য থেকে ধারণা করা যায় এই সংখ্যা দেড়শ থেকে দুশোর মতো। বার্ষিক প্রাণহানির এই সংখ্যার বিচারে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এই প্রাকৃতিক ঘটনার ওপর গবেষণা চালিয়েছে। তারা বলছে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ৮৪ লাখ বজ্রপাত হয় যার ৭০ শতাংশই হয় এপ্রিল থেকে জুন মাসে।
তাদের গবেষণা বলছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশে বজ্রপাতে মারা গেছে ১৮৭৮ জন এবং তাদের ৭২ শতাংশই কৃষক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy