প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২১, ১:২৮ এ.এম
পত্রিকা থেকে অব্যহতি দিয়েও থামছেনা কাজিম বাবুর দৌরত্ব
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকা থেকে এস.এম আব্দুল কাজিম বাবুকে অব্যহতি দিয়েও যেন থামছেনা তার অনৈতিক কার্যক্রম। এমন ভাবে চলতে থাকলে তার বিরুদ্ধে পত্রিকা কতৃপক্ষ আইনানুগত ব্যবস্থা গ্রহন করবে বলে নিশ্চিত করেছেন পত্রিকার যগ্ম-সম্পাদক মো: নুরে ইসলাম মিলন।
তিনি জানান, দৈনিক উপচার পত্রিকায় এস.এম আব্দুল কাজিম বাবু দীর্ঘ এক বছর যাবৎ প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিল। চলতি বছরের ২৫ এপ্রিল সাধারণ জনগনের সাথে প্রতারনা বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারি ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সাথে বিভিন্ন সময় মারমুখি ও অশালীন ব্যবহারের কারনে তাকে পত্রিকা থেকে অব্যহতি প্রদান করা হয়।
এ ছাড়াও গত জুন ২০২১ইং তারিখে কাজিম বাবুর নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে বার বার উপচার পত্রিকার পরিচয় দিতে বারন করলেও সে বিভিন্ন অফিস/আদালত ও সাধারণ জনগনের সাথে প্রতারনা, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সাথে মারমুখি ও অশালীন আচারন করেই যাচ্ছে।
এছাড়াও রামেক হাসপাতালে নার্সে চাকুরি,সিটি এসবিতে চাকুরি ও বিভিন্ন জনকে বিভিন্ন মামলাথেকে অব্যহতি নিয়ে দিবে মর্মে প্রতারনার মাধ্যমে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ইতি মধ্যে পত্রিকা অফিসে আসতে শুরু করেছে। পত্রিকা কতৃপক্ষ কাজিম বাবু দ্বারা প্রতারিতদের আইনের আশ্রয় নেয়ার জন্য বলেছেন বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy