
মোস্তাক আহমদ-লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাগমোয়া বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ব্যাটমিন্টন টুর্ণামেন্ট’২০২১ এর ফাইনাল খেলা গত ৩১ জানুয়ারি সম্পন্ন হয়। স্থানীয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পদুয়া আজম ভিডিও সেন্টার একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল ইয়ুথ ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে পদুয়া ফ্রেন্ডস সার্কেল ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃহেলালের সভাপতিত্বে ও আবদুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জহির উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় “দৈনিক সূর্যোদয়” পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মাষ্টার মোস্তাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পূর্ব বাগমোয়া গুরামিয়া আছমা খাতুন দাতব্য চিকিৎসালয়ের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম,স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান, প্রবাসী হারুন অর রশীদ,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম,আবদুল হাফেজ ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জহির উদ্দিন সকল ক্রীড়ানুরাগীর উদ্দেশ্যে বলেন,নিজের শরীর সুন্দর,সুগঠন ও সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পরে প্রধান অতিথি, প্রধান মেহমান ও অন্যান্য অতিথিবৃন্দ জয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply