ওয়াকিল আহমেদ,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনা মোহনায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।
শনিবার ভোরে স্থানীয় জেলে রতল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে তিনি সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে আনলে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৫৫০টাকা কেজি দরে ১৮ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে রতল হালদার বলেন, ‘প্রতিদিনের মত গত শুক্রবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ শিকারে যাই। সারারাত কোনো মাছ না পেয়ে হতাশ ছিলাম। এর মধ্যে জালের টান দেখেই বুঝতে পারি জালে বড় সাইজের কোনো মাছ আটকা পড়েছে। খুব সাবধানতার সাথে বেশ কিছুক্ষণ চেষ্টা করে মাছটি নৌকায় তুলি। এ ধরনের মাছ তো আর সবসময় সবার জালে ধরা পড়ে না। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেক খুশি।’
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর চিতল মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশি। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে গাজীপুরের এক ব্যক্তির কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy