মুন্সীগঞ্জ প্রতিনিধি
মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতু প্রস্তুত বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। আজ বুধবার সকালে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি টোলপ্লাজায় মোটরসাইকেলের একটি মহড়া করেন।
সেতু সচিব বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মনজুর হোসেন জানান, মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল টোল দিতে পারবে।
সেতু সচিব বলেন, পদ্মা সেতুর ওপর সব যানবাহনের গতি থাকবে ৬০ কিলোমিটার। তাই মোটরসাইকেলের গতিও ৬০ কিলোমিটার রাখা হয়েছে। মোটরসাইকেল চলাচলের জন্য সার্ভিস লেন থাকবে। যেসব শর্ত দেওয়া হয়েছে চালকেরা সেসব মেনে চললে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
সরকারি নির্দেশনা অমান্য করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষনিক ব্যবস্থা নেবে বলে জানান সেতু সচিব।