প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২১, ২:২৫ পি.এম
পন্য রপ্তানিতে অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) গত অর্থবছরের তুলনায় রপ্তানি কমেছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
সম্প্রতি পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি কমেছে এক দশমিক শূন্য ৯ শতাংশ। গত বছরের জানুয়ারি মাসে রপ্তানি হয়েছিল ৩৬১ কোটি ৭০ লাখ ডলারের পণ্য। ফলে গত বছরের জানুয়ারির তুলনায় এ বছরের একই সময়ে ৪ দশমিক ৯৯ শতাংশ রপ্তানি কম হয়েছে।
এদিকে এ মাসে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৮০ কোটি ১০ লাখ ডলার। তবে রপ্তানি হয়েছে ৩৪৩ কোটি ৬৭ লাখ ডলারের পণ্য। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৫৮ শতাংশ কম।
ইপিবির তথ্য পর্যালোচনা করে পাওয়া যায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রপ্তানি হয়েছে দুই হাজার ২৬৭ কোটি ডলারের পণ্য। এই সময়ের মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত পণ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। তবে বেড়েছে পাটজাত পণ্য, রাসায়নিক, হস্ত শিল্পের রপ্তানি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো চট্টগ্রামের পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন ভূঁইয়া জানান, করোনার প্রভাবে গত অর্থবছরের তুলনায় এবার রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। তবে দেশের অন্যান্য স্থানের তুলনায় চট্টগ্রামের অবস্থা তুলনামূলক ভালো আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy