কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে তাকে আটকে রেখে রাতভর গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গত ১৫ দিন আগের হলেও গতকাল শনিবার ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই গৃহবধূ উলিপুর পৌরসভার বাসিন্দা। স্বামী বাদাম বিক্রেতা হওয়ায় বাড়িতে না থাকার কারণে প্রতিবেশী ব্যবসায়ী রবিউল ইসলাম (৩০) তার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy