দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন বলেছেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা আমাদের নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পেতে গাছের কোনো বিকল্প নাই। বর্তমান বর্ষা মৌসুমে তাই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসুচি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। করোনা মহামারীর এই সময় আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তাই বাইরে ঘুরে না বেরিয়ে আমরা যদি গাছ লাগিয়ে তার পরিচর্যা করি, তাহলে সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। এ ক্ষেত্রে আমরা যেমন করোনা থেকে বাঁচবো, তেমন পরিবেশ রক্ষায় ভুমিকা পালন করবো। সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। ২৪ জুলাই শুক্রবার সকালে দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের শেখপুরা রেলগেট সংলগ্ন শহিদুল্লাহ মোড়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত বৃক্ষ রোপন কর্মসুচি-২০২০ উপলক্ষে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান নভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান মেহের সুলতানা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির মুখপাত্র, দিনাজপুর শহর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, আওয়ামী লীগ নেতা প্রভাষক মোঃ মাসুদ হোসেন। শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্বে একই স্থানে একটি গাছে চারা রোপন করেন প্রধান অতিথি।
[…] তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ একে অপরে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও – বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়েও বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস আলী জানান, আজ শনিবার (১৫ আগস্ট) ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদেরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। সৌহার্দ্য সম্প্রিতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এবং সীমান্তে দুই বাহিনী যেন মিলেমিশে দায়িত্ব পালন করতে পারি। […]
[…] তাজ চৌধুরী দিনাজপুর ব্যুরো “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত এক শোক সভা উদযাপন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার দিনাজপুর জেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ১০ টার সময় দিনাজপুর জেলা শিক্ষা প্রকৌশলী এস, এম, শাহীনূর ইসলাম এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জানান। জেলা শিক্ষা প্রকৌশলী এস, এম, শাহীনূর ইসলাম বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দারিদ্র নিরসন ও সামাজিক উন্নয়নেও অর্জন এখন লক্ষনীয়। বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে ধাবমান। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নসহ আর্থ-সামাজিক প্রতিটি সূচকে এদেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। ২০৩০ সনের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধ জাতি গড়ার পথে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। […]