রেখা মনি নিজস্ব প্রতিবেদক
‘পরীমণিকে রিমান্ডে নিয়ে খুব কাছ থেকে দেখার সুযোগ নেওয়া হচ্ছে’
পরীমণির মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন করেছে শিল্পী সংগঠন ‘শিল্পীর পাশে’। মানববন্ধনে অংশ নেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র জগতের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। মানববন্ধনে অভিযোগ করা হয়, পরীমণিকে রিমান্ডে নিয়ে কোনো তথ্য সংগ্রহ নয় বরং তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ নেওয়া হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরীমণির সাথে অন্যায় করা হচ্ছে। পরীমণি এমন কী অপরাধ করেছেন যে তাকে একের পর এক রিমান্ডে নেয়া হচ্ছে, কেন তাকে জামিন দেয়া হচ্ছে না এসব প্রশ্ন তোলেন শিল্পীরা। এমন ঘটনা বাংলাদেশের শিল্পী সমাজের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তারা। মানববন্ধনে বক্তারা অতি দ্রুত পরীমণির মুক্তি দাবি করেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নোমান নবীন, শিল্পী রাজ রিপা, নির্মাতা রাকিবুল হাসান, পরিচালক গাজী মাহমুদ, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তফা মনন, নাট্য নির্মাতা সোহেল পার্থ। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ঝুনা চৌধুরী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy