আমান উল্লাহ প্রতিবেদকঃ
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় অনেক দিনের অপেক্ষা ও নীরবতা ভেঙে পর্যটকদের আগমনে চিরচেনা রুপে চাঁদপুর তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডে। এতে স্বস্তি ফিরেছে জেলাবাসীর মধ্যে। তবে স্বাস্থ্যবিধি মানা নিয়ে অস্বস্তিতে আছে জেলা প্রশাসন।
করোনা মহামারির কারণে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে পর্যটন এড়িয়ায় যেসব নির্দেশনা দিয়েছিল তা মানছেন না কেউ। পর্যটকদের কেউ মাস্ক পরছেন না, সামাজিক দূরত্বও বজায় থাকছে না।
২০ আগস্ট শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়স্টেশন এলাকায় হাজার হাজার দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।
সেখানে গিয়ে দেখা গেছে, পর্যটকরা তিন নদীর মোহনায় আনন্দে মেতেছেন। কেউ ছবি তুলছেন, কেউ নদীর ঢেউয়ে পা ভেজাচ্ছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে বসে আছেন সিসি ব্লকে। পর্যটকরা এসেছেন তারা যে যার মতো আনন্দ হৈ হুল্লোড়ে ব্যস্ত। দৌড়ঝাঁপ, সূর্যাস্ত দেখাসহ আনন্দ-মুখর সময় পার করছেন তারা।
শুভ নামের একজন পর্যটক বলেন, লকডাউন ও করোনা পরিস্থিতির কারনে অনেকদিন এই স্থানে আসা হয়নি। এখন যেহুতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। তবে মানুষের ভিড় একটু বেশি। অনেকের মুখে মাস্ক নেই।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..