আসিফুজ্জামান সারাফাত
পর্যটনপ্রেমী মানুষের কথা বিবেচনা করে
চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রথমবারের মতো নামল ‘পর্যটক বাস’।
আজ শনিবার (১০ জুন) চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে থেকে আনুষ্ঠানিক পর্যটক বাস উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। পর্যটক বাসের বহরে প্রথমদিন থেকে মুক্ত হয়েছে ডাবল ডেকারের দুটি বাস। যার মধ্যে একটি ছাদখোলা।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজামানের সভাপতিত্বে পর্যটক বাস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, চট্টগ্রাম অত্যন্ত পর্যটন সম্ভবনাময় একটি জায়গা। পর্যটন শিল্পের বিকাশে পর্যটক বাস সার্ভিস চালু করা চট্টগ্রাম জেলা প্রশাসকের একটি অনন্য উদ্যোগ। চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে আগামীতেও জেলা প্রশাসনের নেওয়া এই ধরনের উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
তাজুল ইসলাম বলেন, ‘পর্যটনপ্রেমী মানুষের কথা বিবেচনা করে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগের সঙ্গে সামিল হয়ে দুটি বাস সরবরাহ করেছি। ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে আরও কয়েকটি বাস সরবরাহ করা হবে।’
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজামান বলেন, ‘আমরা আপাতত পর্যটনপ্রেমী মানুষের ডিসি পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে যাত্রা নির্বিঘ্ন করতে দুটি বাস দিয়ে পর্যটন বাস সার্ভিসের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে আনোয়ারার পারকির চর, সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত, ইউরোপীয়ান ক্লাব, বাটালী হিলসহ অন্যান্য পর্যটন স্পটে বাস ও মাইক্রোবাসের মাধ্যমে হাফ ডে এবং ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাস দুটি সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছায়।